আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এপিএইচআরের

রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ানকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ানকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকটের বিষয়টি তুলে ধরে আসিয়ান জোটকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই আহ্বান জানায় আসিয়ানের মানবাধিকার বিষয়ক সংস্থাটি।

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্থাটি। সেইসাথে, রোহিঙ্গা সংকট কোনো বিচ্ছিন্ন সমস্যা নয় জানিয়ে, বিষয়টি আসিয়ানের পরবর্তী সভায় তুলে ধরা হবে বলে জানায় আসিয়ান জোটের মানবাধিকার সম্পর্কিত সংস্থাটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো, মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চনলাথন সুপাইবুনলার্ডসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময়, বিভিন্ন দেশ রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা কমিয়ে দেয়ায় আসন্ন খাদ্য সংকট সমাধানে দ্রুত আসিয়ানকে একটি মানবিক তহবিল গঠনের অনুরোধ জানায় আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস।

সম্মেলনে লিখিত বক্তব্যে চার্লস সান্তিয়াগো বলেন, আসিয়ান সংসদ সদস্যরা ২০১৮ সালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তিনি আরো উল্লেখ করে বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি রোহিঙ্গা সমস্যাকে আসিয়ানের সমস্যা হিসেবে উপস্থাপন করতে। তবে স্বীকার করছি, গত দুই-তিন বছর আমরা কিছুটা নীরব ছিলাম, কারণ আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিয়েছিলাম।’

সংবাদ সম্মেলনে এই সংকট আসিয়ান-সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে সংস্থাটি জানায়, দ্রুতই রোহিঙ্গা সংকট উত্তরণ না হলে আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন