হাইকোর্টের রায় রোগীদের ভোগান্তি কমাবে: এনডিএফ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৯: ০৬
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৯: ১৭

এক যুগ ঝুলে থাকার পর ডাক্তার পদবি ব্যবহার নিয়ে হাইকোর্টের দেওয়া রায় রোগীদের সেবা পেতে ভোগান্তি কমাবে বলে মন্তব্য জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

বুধবার সন্ধ্যায় আদালয়ের রায়ের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিজ্ঞাপন

এনডিএফর দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হকের পাঠানো সংবাদ বিবৃতিতে এনডিএফ নেতৃবৃন্দ বলেন, ‘এমবিবিএস এবং বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না’-এই মর্মে হাইকোর্টে যে ঐতিহাসিক রায় দিয়েছেন তা যুগান্তকারী। এজন্য তারা মামলার বিচারকমণ্ডলী, সংশ্লিষ্ট আইনজীবী, আপামর চিকিৎসক সমাজ, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসকদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন চিকিৎসক সংগঠনসহ বাংলাদেশের সকল জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

তারা আরও বলেন, ‘যুগান্তকারী এ রায়ের মাধ্যমে বাংলাদেশে চিকিৎসাখাতে সমৃদ্ধ হবে, চিকিৎসা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমে যাবে, সুচিকিৎসা নিশ্চিত হবে।’

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত