
স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ ও পদযাত্রায় পুলিশের অযৌক্তিক বলপ্রয়োগ, জলকামান থেকে গরম পানি নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। রোববার সংস্থাটি এ উদ্বেগ জানায়।
আসক জানায়, ৮ নভেম্বর ঢাকার শাহবাগে তিন দফা দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষকদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান থেকে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয়েছেন কমপক্ষে দেড় শতাধিক শিক্ষক।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে বাংলাদেশ সংবিধানের ৩৭ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কিন্তু এ ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে এখনো শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে গঠনমূলক কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা দুঃখজনক।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, শিক্ষক সমাজ জাতির ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মূলভিত্তি। তাদের ওপর হামলা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। সম্প্রতি ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রতিও একই ধরনের আচরণ লক্ষ্য করা গেছে, যা উদ্বেগজনক। সরকারের কোনো ধরনের নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে এমন কঠোর পদক্ষেপ বারবার নিতে পারে তা বোধগম্য নয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) অবিলম্বে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। পাশাপাশি, শিক্ষকদের দাবিগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে সংলাপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ ও পদযাত্রায় পুলিশের অযৌক্তিক বলপ্রয়োগ, জলকামান থেকে গরম পানি নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। রোববার সংস্থাটি এ উদ্বেগ জানায়।
আসক জানায়, ৮ নভেম্বর ঢাকার শাহবাগে তিন দফা দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষকদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান থেকে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয়েছেন কমপক্ষে দেড় শতাধিক শিক্ষক।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে বাংলাদেশ সংবিধানের ৩৭ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কিন্তু এ ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে এখনো শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে গঠনমূলক কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা দুঃখজনক।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, শিক্ষক সমাজ জাতির ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মূলভিত্তি। তাদের ওপর হামলা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। সম্প্রতি ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রতিও একই ধরনের আচরণ লক্ষ্য করা গেছে, যা উদ্বেগজনক। সরকারের কোনো ধরনের নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে এমন কঠোর পদক্ষেপ বারবার নিতে পারে তা বোধগম্য নয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) অবিলম্বে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। পাশাপাশি, শিক্ষকদের দাবিগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে সংলাপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে।

আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণের দীর্ঘদিনের প্রথা বাতিল করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে প্লট বা ফ্ল্যাটের উত্তরাধিকার, ক্রয়-বিক্রয়, দান বা ঋণ গ্রহণের অনুমতির জন্য লিজগ্রহীতাদের আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
৩৮ মিনিট আগে
অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শিক্ষকরা এই কর্মসূচি পালন করতেছিলেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
১ ঘণ্টা আগে
আসন্ন আমন মৌসুমে গত বছরের চেয়ে বেশি দামে ৭ লাখ টন ধান-চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সেদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা কেজি দরে কেনা হবে।
২ ঘণ্টা আগে