গোলটেবিল বৈঠক

শিক্ষায় বৈষম্য দূর করার দাবি শিক্ষাবিদদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২১: ২৫

শিক্ষায় বিরাজমান সব ধরনের বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদরা। তারা বলেন, সরকারি শিক্ষকদের ন্যায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এক বছর এলপিআরের ব্যবস্থা করতে হবে। অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান করতে হবে। মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা জারিরও দাবি জানান বক্তারা।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়।

বিজ্ঞাপন

অধ্যক্ষ মো. মাইন উদ্দীনের সভাপতিত্বে ও মহাসচিব উপাধ্যক্ষ মো. আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, অধ্যক্ষ ড. মহি উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ শাহ মাহমুদুল হাসান, ফেরদাউস আল মাদানী, ইসলামিক এডুকেয়ার বাংলাদেশের চেয়ারম্যান মো: ইকবাল হোসাইন ভুঁইয়া, ড. মো: জহিরুল ইসলাম, ড. কুতুব উদ্দিন বখতিয়ার, ড. মোহাম্মদ ঈসা শাহেদী, অধ্যক্ষ কাজী মারুফ বিল্লাহ প্রমুখ।

বৈঠক থেকে প্রতিটি সরকারি প্রাইমারি স্কুলে এক জন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, মাসের ১ তারিখে ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানে নিশ্চিত করা, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি, মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা জারি, শিক্ষায় সব ধরনের বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত