নারী কমিশন বাতিলের দাবি ঐক্য আন্দোলনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৫, ২২: ৫৩

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের এক জরুরি বৈঠকে অবিলম্বে নারী বিষয়ক কমিশনের সুপারিশ এবং জাতীয় চেতনা ও মূল্যবোধ বিরোধী এ কমিশন বাতিল করার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নারীবিষয়ক কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করা হয় এবং বলা হয় যে, প্রণীত সুপারিশসমূহের মূল বিষয়গুলো কুরআন ও হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এসব সুপারিশ দেশে নৈতিক উচ্ছৃঙ্খলা, জে¦না ব্যভিচারের বিস্তার ও পারিবারিক ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে। জনগণের ধর্মীয় বিশ্বাস, জাতীয় ঐতিহ্য ও মূল্যবোধ বিরোধী এসব সুপারিশ আমাদের জাতিসত্তাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র।

বিজ্ঞাপন

ঐক্য আন্দোলন নেতারা বলেন, উক্ত সুপারিশে যৌনকর্মীদের মর্যাদা ও অধিকার সুনিশ্চিত করার যে সুপারিশ করা হয়েছে, তাতে একদিকে শ্রমিকদেরকে অপমানিত করা হয়েছে, অন্যদিকে নারী সমাজকে ভোগ্য পণ্যে পরিণত করার হীন মানসিকতার প্রকাশ ঘটেছে। অথচ তারা নিজেদের বউজিদেরকে যৌনকর্মীর পেশায় নিয়োজিত করতে রাজি আছেন কিনা তা প্রকাশ করেননি। তারা এই কমিশন সম্পূর্ণ বাতিল করে সমাজের প্রতিনিধিত্বশীল নারীদের নিয়ে নতুন কমিশন গঠন করার দাবি জানান।

বৈঠক থেকে ৩ মে নারী কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে ঢাকায় অনুষ্ঠাতব্য হেফাজতে ইসলামের সমাবেশের প্রতি ঐক্য আন্দোলনের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন জানানো হয়।

বৈঠকে আলোচনায় অংশ নেন নায়েবে আমির অধ্যাপক এরশাদ উলাহ ভুঁইয়া, সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ অধ্যাপক মওলানা মুহিব্বুল্লাহ নাসির, ড. এনামুল হক আজাদ, অধ্যক্ষ মওলানা রফিকুল ইসলাম খান, মওলানা কাজী আবু বকর সিদ্দিক সরকার ও অধ্যাপক এম.এম. কামাল উদ্দীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত