৯ মাস বন্ধ সেন্টমার্টিন, আজ থেকে শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৪২
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৯
ছবি: সংগৃহীত

পর্যটকদের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে আগামী ৯ মাস সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের দ্বীপটিতে ভ্রমণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ফলে ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়টি।

বিজ্ঞাপন

সাধারণত প্রতি বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বন্ধের এ সময়ে সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর।

সেইসাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতন করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত