কারখানাগুলো ৫ আগস্টের আগেই বন্ধ ছিল: শ্রম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সাভার
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১৬: ৫০

শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ৫ আগস্টের পর যে সমস্ত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এ কারখানাগুলো আগে থেকেই বন্ধ ছিল।

বুধবার দুপুরে সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিক কারখানা চালু থাকায় ব্যাংক থেকে টাকা নিয়েছে, সেই টাকায় শ্রমিকদের বেতন দেয় নাই কাজও করে নাই। এসব কারখানার মালিকের বেশির ভাগ বিদেশে চলে গেছে। যারা তিন 'শ কোটি টাকা নিয়েছে ঋণ খেলাপি হয়েছে তার পরেও ব্যাংক টাকা দিয়েছে। পলিটিক্যাল কানেকশনে ব্যবসা করলে এরকম হবে।

এ সময় বাংলাদেশসহ বিশ্বের চব্বিশটি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেমিনারে অংশ গ্রহণ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত