নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ইসি সচিবালয়ে অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বাহিনীর পূর্বনির্ধারিত বৈঠকের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টার পরিবর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দুপুর আড়াইটায় সভাটি অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকতে পারেন তিন বাহিনীর প্রধান।
শনিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বরা হয়, সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।
সভার আলোচ্যসূচিতে থাকছে রয়েছে নিরাপত্তা ইস্যু। যার মধ্যে রয়েছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা, আচরণবিধি ২০২৫ প্রতিপালন, নির্বাচনি পরিবেশ বজায় রাখার সার্বিক প্রস্তুতি।
ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিকের বরাতে জানা গেছে, এ বৈঠককে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
তিনি আরও জানিয়েছেন, একই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা দুপুর ১২টায় সিইসির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। এ বৈঠকে অনুমোদিত ব্যক্তি ছাড়া কারো প্রবেশাধিকার থাকবে না।
জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, এদিন ইতিহাসে প্রথমবারের মত মূল সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকে ব্রিফ করবেন তিন বাহিনী প্রধান, আইজিপি ও অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

