লাকসামে গণসংযোগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা

উপজেলা প্রতিনিধি, লাকসাম (কুমিল্লা)
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ২৩: ৫৭

আওয়ামী লীগ নিষিদ্ধ, সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লার লাকসাম উপজেলায় গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।

বুধবার বিকেলে লাকসাম বাজারের বিভিন্ন সড়কে এ গণসংযোগে নেতৃবৃন্দ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চাঁদাবাজির বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

গণসংযোগে উপস্থিত ছিলেন- জুলাই-২৪ আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব রশিদুল ইসলাম রিফাত ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান মিলন।

এছাড়াও যুব উইং প্রতিনিধি ফারদিন আবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক মহি উদ্দিন নোবেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত