সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৩
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২১
ফাইল ছবি

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার সকালে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আবু আলম শহীদ খান ও তার স্ত্রীর আয়কর ফাঁকির বিষয়ে তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। তাদের ব্যাংক অ্যাকাউন্ট দুই সপ্তাহ আগে জব্দ করেছে এই ইউনিট।

বিজ্ঞাপন

১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।

সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি ২০১৫ সালে অবসরে যান।

এদিন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত