ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, একদল হামলাকারী ভবনটিতে ঢুকে পড়ে। ভাঙচুর চালায় তারা।
এদিকে টেলিভিশন লাইভে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন দেওয়া হয়। তবে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে আইনশৃঙ্খলাবাহিনী হামলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

