লটারির মাধ্যমেই স্কুলে শিক্ষার্থী ভর্তি, শিক্ষা সচিবকে অভিনন্দন অভিভাবকদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২০: ২৪

লটারির মাধ্যমেই নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত পুনর্বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় মন্ত্রণালয়ের মাধ্যমিক-১, মাধ্যমিক-২, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন এমন এক সদস্য নাম ও পদবী প্রকাশ না করার শর্তে বলেন, এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবি নিয়েও আলোচনা হয়েছে। তবে লটারি প্রথা বাদ দেওয়া অনেক বড় ব্যাপার। লটারি বাতিলের সিদ্ধান্ত নির্বাচিত সরকার নিতে পারবে। সেজন্য এবারও লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা ভর্তির সময় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন। সর্বশেষ গত সোমবার দেশের সরকারি স্কুলের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের কাছে লিখিতভাবে এ বিষয়ে আবেদন করেন।

আবেদনে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীর ভবিষ্যৎ ও অভিভাবকের উৎকণ্ঠা লাঘবে মাধ্যমিক বিদ্যালয়ের সব শ্রেণিতে লটারির পরিবর্তে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহাল করা জরুরি। অন্যথায়, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।

এছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি ও সব ধরনের কোটা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

এক বিবৃতিতে তারা বলেন, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হলে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আসবে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি কোচিংয়ের চাপ থেকে রেহাই পাবে।

শিক্ষা সচিবের প্রতি কৃতজ্ঞতা অভিভাবক ফোরামের

এদিকে ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণিতে লটারির মাধ্যমে অভিভাবকদের দাবির প্রতি সম্মান দেখিয়ে শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়ায় শিক্ষা সচিব রেহানা পারভীনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু।

বুধবার বিকালে এক বিবৃতিতে তিনি বলেন এ সিদ্ধান্তের ফলে ভর্তি বাণিজ্য বন্ধ হবে, অবৈধ তদবির এবং ভর্তি কোচিংয়ের বিড়ম্বনা থেকে শিক্ষার্থী - অভিভাবকরা রক্ষা পাবেন। তিনি আরও বলেন লটারি স্বচ্ছ হলে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। বিবৃতিতে তিনি লটারি সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করারও দাবি জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিএনপিকে মহিলা জামায়াতের আহ্বান

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত