বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং অ্যাপ এর খোঁজ নিতে যাচ্ছে সরকার। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
ভূমিকম্প নিয়ে কোর কমিটির আলোচনায় প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং এর বিষয়ে তিনি বলেন, কোন কোন দেশে শোনা যাচ্ছে যে ১০ সেকেন্ড আগে ভূমিকম্পের আরলি ওয়ার্নিং অ্যাপ আছে। আমরা সেটা নিয়ে চিন্তা করতেছি যে এই অ্যাপ খুলতে পারি কিনা।
তিনি বলেন, আমরা যে বাড়িঘর তৈরি করছি এটা যেন আমরা রাজউকের বিল্ডিং কোড মেনে সবাই নির্মাণ করি।
বিল্ডিং কোড না মেনে চললে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বলে জানান উপদেষ্টা।
অনেক সময় দেখা যায় জলাশয় ভরাট করে আমরা বিল্ডিং তৈরি করি, এগুলো অনেক রিস্ক থেকে যায়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজউক থেকে যে প্ল্যান পাস করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বিল্ডিং নির্মাণ করি।
ভূমিকম্পে ফায়ার সার্ভিসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছোটখাটো বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস খুব দ্রুত কাজ করে। বড় ধরনের ঘটনা ঘটলে কি হবে এটা তো আগে বলা যাচ্ছে না। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এ ধরনের দুর্যোগ না দেন।

