নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, দলের কাছে নয়

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০: ০৬
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১০: ২৪
ছবি: ভিডিও থেকে নেয়া

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, নিবাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়।

বিজ্ঞাপন

রোববার সকালে পৌনে ১০টার দিকে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, কোনো অন্যায়ের কাছে মাথানত করবে না।

তিনি বলেন, অতীতের মতো ভোট হওয়ার সুযোগ নেই। বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত