আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মূল্যবোধ আন্দোলনের সংবাদ সম্মেলন

গণভোটে ‘হ্যাঁ’, ‘আপত্তিসহ হ্যাঁ’ এবং ‘না’ রাখার দাবি

স্টাফ রিপোর্টার

গণভোটে ‘হ্যাঁ’, ‘আপত্তিসহ হ্যাঁ’ এবং ‘না’ রাখার দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’, ‘আপত্তিসহ হ্যাঁ’ (জুলাই সনদের ৭, ৮, ২১, ২২ নং অনুচ্ছেদে আপত্তিসহ হ্যাঁ) এবং ‘না’ ভোটের সুযোগ রাখার দাবি তুলেছে মূল্যবোধ আন্দোলন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি তুলে অরাজনৈতিক সামাজিক এ সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’র (আইইউবি) সহযোগী অধ্যাপক মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ড. মোহাম্মাদ সরোয়ার হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমনভাবে গণভোটের আয়োজন করছে যেখানে একজন ভোটারকে হয় সবগুলো বিষয়ের সাথে একমত হতে হবে, নয়তো সবগুলো বিষয়কে নাকচ করতে হবে। একগ্লাস দুধ আর এক চামচ বিষ রেখে বলা হচ্ছে খেলে সব খেতে হবে; যদি বিষ না খাও, তবে দুধও দেওয়া হবে না। আমরা এই ধরনের গণভোটকে ইনসাফ পরিপন্থি ও জনআকাঙ্ক্ষা প্রতিফলনে অযথার্থ বলে মনে করি। ইসলামী মূল্যবোধসম্পন্ন কোনো সচেতন সুনাগরিকের জন্য জুলাই সনদের ৭, ৮, ২১, ও ২২ নম্বর অনুচ্ছেদের বিষয় অন্তর্ভুক্ত থাকা অবস্থায় ‘হ্যাঁ’ ভোট দেওয়া অস্বস্তিকর, আবার জুলাই সনদের অন্যান্য ন্যায়ভিত্তিক ও প্রয়োজনীয় ধারাগুলোকে নাকচ করে দিয়ে ‘না’ ভোট দেওয়াও অসংগত। তারা তাহলে কী করবে?

তিনি বলেন, ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ শত শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই সনদের একটি ধারাতেও ইসলাম ও ইসলামী মূল্যবোধ বা আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের স্থান হয়নি। বরং সংখ্যাগরিষ্ঠ জনগণের বিশ্বাস ও ঐতিহ্যকে আড়াল করে পশ্চিমা বহুত্ববাদী ও সেক্যুলার সমাজদর্শনকে একচেটিয়া প্রাধান্য দেয়া হয়েছে। এই সনদে কুরআন ও সুন্নতবিরোধী কোনো আইন বা বিধান পাশ করা হবে না এমন গ্যারান্টিসূচক কোনো বক্তব্য না থাকায় ‘সাম্য’, ‘সামাজিক ন্যায়বিচার’, ‘গোষ্ঠী’, ‘সম্প্রদায়’ ইত্যাদি অসংজ্ঞায়িত পরিভাষা সমূহের মাধ্যমে পশ্চিমা সমকামী অধিকার দর্শন অন্তর্ভুক্তির সুযোগকে অবারিত করা হয়েছে।

জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষার সাথে অসংগতিপূর্ণ ধারাযুক্ত জুলাই সনদের ওপর গণভোট হচ্ছে বলে মনে করে মূল্যবোধ আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদকে দেশবাসীর কাছে ব্যাপকভাবে তুলে না ধরেই গণভোট নেয়া হচ্ছে। আমরা যারপরনাই উদ্বিগ্ন যে, এই সনদকে উল্লেখ করে ভবিষ্যতে জনগণের বিশ্বাস ও মূল্যবোধের বিরুদ্ধে আইন-বিধান প্রণীত হবে। মূল্যবোধবিরোধী অপরাধ আর অপরাধ থাকবে না। অপরাধকারীরা বৈধতা পেয়ে মুসলিম জনপদে বিপর্যয় ডেকে আনবে।

এ সময় জুলাই সনদে সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠা এবং ‘কুরআন-সুন্নাহ পরিপন্থি কোনো আইন থাকতে পারবে না’ অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। বলা হয়, সরকারের পক্ষে এ দাবি বাস্তবায়ন সম্ভব না হলে, আধিপত্যবাদবিরোধী সকল ভোটার যেন স্বাচ্ছন্দ্যে ‘হ্যাঁ’ ভোট দিতে পারেন সেজন্য জুলাই সনদের ৭, ৮, ২১ ও ২২ নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া হোক এবং এই চারটি অনুচ্ছেদের বিষয়গুলোকে গণভোটের আওতামুক্ত রেখে ‘হ্যাঁ/না’ ভোটের আয়োজন করা হোক। আর যদি এই দাবিও পূরণ করা এই সরকারের পক্ষে সম্ভব না হয়, গণভোটে ‘হ্যাঁ’, ‘আপত্তিসহ হ্যাঁ’ (জুলাই সনদের ৭, ৮, ২১, ২২ নং অনুচ্ছেদে আপত্তিসহ হ্যাঁ) এবং ‘না’ এই তিনটি অপশন রাখা হোক।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাত, সমন্বয়ক মুহসিনুদ্দীন মাহমূদ, সাবেক সচিব নূরুল আলম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...