আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

আমার দেশ অনলাইন
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
ফাইল ছবি

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পিস্তল ও শর্টগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ ও এসএমজি উদ্ধার করতে পারলে দেড় লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া এলএমজি ৫ লাখ ও প্রতি গুলি উদ্ধার করতে পারলে ৫০০ টাকা পুরষ্কার দেয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে ও রিপোর্ট করতে হবে।

সীমান্ত নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কোনো সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন