অবস্থানে অনড় অনশনকারীরা

দাবি জানাতে ইতালিয়ান এম্বাসেডরের সাথে সাক্ষাতে যাচ্ছেন ভিসাপ্রত্যাশীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৬: ৫৮
আপডেট : ২৬ মে ২০২৫, ১৭: ৪৮

ভিএফএস গ্লোবালের সাথে দীর্ঘ দুই ঘণ্টা আলেচনার পর অনশন অনড় ইতালি ভিসা প্রত্যাশী অনশনকারীরা। এছাড়া, তাদের দাবি তুলে ধরার জন্য ভিএফএসের মধ্যস্থতায় ইতালি এম্বাসেডরের সাথে আলোচনার ব্যবস্থা করে দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

তারা জানান, ভিএফএসের কাছে তাদের সকল দাবি দাওয়া তুলে ধরার পর ফলপ্রসু উত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে বলা হয়, অনশনকারীরা চাইলে এম্বাসেডরের সাথে ৬ সদস্যের প্রতিনিধি দলের আলাপ করার ব্যবস্থা করে দিবে। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে অনশনকারীদের উদ্দেশ্যে বলা হয়, এম্বাসেডরের সাথে আলোচনা শেষ করে সিদ্ধান্ত না জানানোর আগে কেউ যেন অনশন অবস্থান থেকে সরে না যায়।

প্রতিনিধি দলের সদস্য আশিক গাজী 'আমার দেশ' কে বলেন, ভিএফএসের সাথে দীর্ঘ আলোচনায় আমরা সকল দাবি তুলে ধরেছি। এপয়নম্যান্ট স্লটে দুর্নীতি, ফাইল ডেলিভারি না দেয়ায় আমাদের ভোগান্তিসহ সকল কিছু জানিয়েছি। ভিএফএস জানিয়েছে, স্লট দুর্নীতির বিষয় তারা দেখবে। কিন্তু ফাইল প্রসেস কিংবা ভিসা প্রদানের ক্ষেত্রে এম্বাসি বা এম্বাসেডরের সাথে আলাপ করতে হবে। এজন্য তারা আমাদেরকে ১ ঘণ্টা পর ইতালি এম্বাসেডরের সাথে সাক্ষাত করার জন্য নিয়ে যাবে।

এ সময় তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে অনশনকারীদের উদ্দেশ্যে বলেছি, কেউ যেন ভিএফএসের সামনে থেকে অনশন ভেঙে সরে না যায়। আমরা এম্বাসি থেকে আসার পর সিদ্ধান্ত নেয়া হবে সরবো কি সরবো না।

সকাল থেকে ইতালি ভিএফএস এর সামনে অনশন করলেও এখন এর প্রবেশ পথে অবস্থান নিয়েছেন হাজারো ভিসা প্রত্যাশী অনশনকারীরা। তারা জানান, সংকট নিরসনে আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে তারা অনশন ভাঙবেন না।

এর আগে সোমবার সকাল, ইতালি হাজারো ভিসা প্রত্যাশীরা গুলশান নাফী টাওয়ার ভিএফএস অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। ভিসা জটিলতা নিরসন ও পাসপোর্ট ফেরতদের দাবিতে এ অনশন কর্মসূচি করেন তারা। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় তাদের পক্ষ থেকে ৬ সদস্যের প্রতিনিধি দলকে আলোচনার জন্য ভিএফএস কর্তৃপক্ষ ডাকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত