টানা ভারী বৃষ্টির প্রবণতা দক্ষিণে কমে বেড়েছে উত্তরাঞ্চলে। এতে শনিবার থেকে রাজশাহী রংপুরসহ উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি প্রবণতা বাড়তে পারে। এ ধরনের টানা বৃষ্টি থাকবে আরো দুইদিন। সোমবার থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বলা হয়, উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শুক্রবার বিকাল ৩ টায় ওড়িশা ও তৎসংলগ্ন ছত্তিশগড় এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের ভাষায়-২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত।
আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়- গত ২৪ ঘণ্টায় সংস্থাটির ৫১ কেন্দ্রের মধ্যে রাজশাহী, ঢাকা, রংপুর অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে। এসব অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সংস্থাটি বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল ভাগে উঠে আসা নিম্নচাপটি দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এছাড়া মৌসুমি বায়ুও বেশ সক্রিয় থাকার কারণে বেড়েছে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবারও দিনভর সারাদেশে কমবেশি বৃষ্টি থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, শনিবার রাজশাহী ও রংপুর বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বৃষ্টি হবে। বৃষ্টি আগামী অন্তত দুই দিন থাকতে পারে, তবে তা বিচ্ছিন্নভাবে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুরে ৫৭ মিলিমিটার। এসময় রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে । ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
সংস্থাটি বলছে, সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশে মৌসুমি বায়ুর প্রভাব থাকে। এর মাঝে কখনো কখনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়।
এবারের গভীর নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। এর প্রভাব প্রথম দিকে দেশের উপকূলীয় অঞ্চলে বেশি দেখা গেলেও এখন দেশের উত্তরাঞ্চলে প্রভাব বিস্তৃত হয়েছে। এতে শুক্রবার উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে, শনিবারও তা অব্যাহত থাকতে পারে।

