আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সচিবালয়ের সামনে থেকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সচিবালয়ের সামনে থেকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দেয়া হয়েছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের সামনের রাস্তায় অনশনরত অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ তাদের ওপর পানি ঢেলে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনশনরতরা।

জানা গেছে, রাত ১১টার পর পুলিশ এসে অনশনের এই স্থান থেকে চলে যেতে বললে তাদের সঙ্গে এক পর্যায়ে পুলিশের বাকবিতণ্ডা হয়।

প্রশাসন থেকে কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। কেউ বিষয়টি গুরুত্বও দিচ্ছে না বলে অভিযোগ করেন অনশনকারীরা।

চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার থেকে সচিবালয়ের দক্ষিণ গেটের বিপরীত পাশে ওসমানী মিলনায়তনের সামনের সড়কে অনশনে বসে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ কয়েকজন এসআই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন