আমার দেশ-এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১: ৫১
আপডেট : ২৬ মে ২০২৫, ১৩: ১৩

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত আমার দেশ-এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠান শুরু হয়।

বিজ্ঞাপন
Amar-Desh

এ সময় অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, কবি জাকির আবু জাফর, আমন্ত্রিত অতিথি, লেখক, সাংবাদিক, সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আমার দেশ-এর সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ এবং মাল্টিমিডিয়ার প্রধান তামান্না মিনহাজ।

প্রসঙ্গত, আমার দেশ-এর ঈদ সংখ্যা মঙ্গলবার থেকে বাজারে পাওয়া যাবে। জেলা ও উপজেলা পর্যায়ের এজেন্ট ও হকারদের কাছে অর্ডার করেও পাঠকরা ঈদ সংখ্যা সংগ্রহ করতে পারবেন। ৪০০ পৃষ্ঠার ঈদ সংখ্যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত