কবি হেলাল হাফিজ মারা গেছেন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭: ৩৩
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২২: ০১

চলে গেলেন কবি হেলাল হাফিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

চলচ্চিত্র নির্মাতা শবনব ফেরদৌসী বলেন, কবি যে হোস্টেলে থাকতেন, সেখানকার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। কবিতাগ্রন্থটি প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন তিনি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ বিভিন্ন দৈনিক পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পঙ্‌ক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত