গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, সর্বদলীয় বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯: ৪০
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০: ০৯

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আজ বিকাল চারটায় সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গতকাল রাতে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আজ বিকাল চারটায় বৈঠক শুরু হবে।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে হোয়াটসঅ্যাপে গতকাল রাত ১০টার পর খুদেবার্তা পাঠিয়ে এ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টা মাহফুজ আলম এই খুদে বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।

এদিকে আজকের বৈঠক নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সারসংক্ষেপ পাঠানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। তারা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও উপদেষ্টা মাহফুজ আলম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত