আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগের সীমানায় ফিরল পাবনা ও ফরিদপুরের আসন

গাজী শাহনেওয়াজ

আগের সীমানায় ফিরল পাবনা ও ফরিদপুরের আসন

আদালতের রায়ে আগের সীমানায় ফিরল বিন্যাসকৃত পাবনা-১ ও ২ আসন এবং ফরিদপুর-৩ ও ৪ সংসদীয় আসন। এ সংক্রান্ত আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ছিল ৪ জানুয়ারি। এই তারিখে কনটেস্ট না করার সিদ্ধান্ত নিয়ে বুধবার সংশোধিত গেজেট করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

এর আগে আদালতের রায়ে বাগেরহাটের আসন পুনর্বহাল হয়, আসন বৃদ্ধি হওয়ায় গাজীপুরের আসন কমে। নির্বাচন কমিশন প্রশাসনিক অখন্ডতা, জনসংখ্যা তারতম্য বজায় রাখা এবং ভৌগলিক অবস্থান বিবেচনা করে আসন বিন্যাস করেছিল। তবে, আদালতের রায়ে আসনগুলো পূর্বের অবস্থানে ফিরছে। ইসির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-১৫৭৯২/২০২৫ অনুযায়ী পাবনা-১ আসনের ‘সাঁথিয়া উপজেলা’-এর পরিবর্তে বেড়া উপজেলার নিম্নলিখিত এলাকাসমূহ: (১) বেড়া পৌরসভা (২) হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন (৩) নতুন ভারেঙ্গা ইউনিয়ন (৪) চাকলা ইউনিয়ন ও (৫) কৈটোলা ইউনিয়ন সংখ্যা ও শব্দসমূহ প্রতিস্থাপিত হবে। অনুরূপভাবে, পাবনা-২ আসনের সুজানগর এবং বেড়া উপজেলার পরিবর্তে সুজানগররে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন (৩) নতুন ভারেঙ্গা ইউনিয়ন (৪) চাকলা ইউনিয়ন ও (৫) কৈটোলা ইউনিয়ন সংখ্যা ও শব্দসমূহ প্রতিস্থাপিত হবে।

Pabna-faridpur

এছাড়া ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলার ভাঙ্গা উপজেলার নিম্নলিখিত (১) আলগী ও (২) হামিরদী ইউনিয়ন সংখ্যা ও শব্দসমূহের পরিবর্তে (ক) নগরকান্দা উপজেলা এবং (খ) সালথা উপজেলা শব্দসমূহ প্রতিস্থাপিত হবে। অনুরুপভাবে, ফরিদপুর-৪ আসনের ২নং কলামে উল্লিখিত (ক) নিম্নলিখিত ইউনিয়নসমূহ ব্যতীত ভাঙ্গা উপজেলা:- (১) আলগী ও (২) হামিরদী ইউনিয়ন (খ) চরভদ্রাসন উপজেলা এবং (গ) সদরপুর উপজেলা সংখ্যা ও শব্দসমূহের পরিবর্তে (ক) ভাঙ্গা উপজেলা (খ) চরভদ্রাসন উপজেলা এবং (গ) সদরপুর উপজেলা' শব্দসমূহ প্রতিস্থাপিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন