ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
রোববার নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
তিনি বলেন, মক ভোটিংয়ের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে বুথ সংকট কাটাতে প্রতিটি কক্ষে একাধিক সিক্রেট বুথ স্থাপন করা হবে। কোথাও জায়গা না থাকলে অস্থায়ী বুথ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, গণভোটের প্রশ্ন ভোটারদের সহজে বুঝতে সুবিধা দিতে প্রতিটি কেন্দ্রে বড় আকারে প্রশ্নের নমুনা ঝুলিয়ে রাখা হবে। গণভোট প্রচার বিষয়ে সরকারের কর্মসূচিতে নির্বাচন কমিশন সহযোগিতা করবে। পঙ্গু, প্রবীণ ও গর্ভবতী ভোটারদের সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা হয়। এসময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

