স্টাফ রিপোর্টার
ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ সম্পাদক ড.মাহমুদুর রহমানকে দুদকের মিথ্যা মামলায় ফাঁসাতে তৎকালীন দুদক তদন্ত কর্মকর্তা জহিরুল হুদাকে আদালত চত্বর হতে অপহরণ করে উঠিয়ে নিয়ে যায়। আদালতে দাখিল করা জবানবন্দিতে লোমহর্ষক এ ঘটনার বর্ণনা দেন বর্তমান দুদক পরিচালক ও মাহমুদুর রহমানের মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা জহিরুল হুদা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির এ মামলায় সোমবার তিন বছরের কারাদণ্ড থেকে সম্পূর্ণ খালাস দেয়া হয় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে। বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হাসান, ওমর ফারুক ও বনি আদম। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শাহীন আহমেদ।
দুদকের তৎকালীন তদন্ত কর্মকর্তা জহিরুল হুদা আদালতে জানান, আমি পুরো তদন্তে মাহমুদুর রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের কোন সন্ধান পাইনি মর্মে রিপোর্ট দেই। তাই বিগত সরকার আমার তদন্তে তখন সন্তুষ্ট হতে না পেরে আমাকে তাৎক্ষণিকভাবে রংপুর বদলি করে দেয়। এরপর ২০১০ সালে ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে আমাকে পাশ কাটিয়ে দুদক মামলাটি করে।
পরবর্তীতে ২০১৪ সালে আমাকে সাক্ষী দেয়ার জন্য ঢাকা বকশী বাজারের বিশেষ আদালত-৩ এ ডাকা হয়। আমি সাক্ষী দেয়ার জন্য রংপুর হতে ঢাকায় বকশি বাজার আদালত প্রাঙ্গণে পৌঁছালে সাদা পোশাকের লোকজন জোরপূর্বক গাড়িতে তুলে চোখ বেধে ফেলে। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বলে তোকে আর সাক্ষ্য দিতে হবে না। গাড়িতে বেধে রেখে সারাদিন ঘুরিয়ে রাতে ঢাকার ফামগেইট এলাকায় নামিয়ে দিয়ে কাউকে এ কথা না বলতে হুমকি দেয়া হয়। আদালতে সেদিন আমার তদন্ত প্রতিবেদন এবং সাক্ষী দেয়ার কথা ছিল। আমি তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দিলে ড. মাহমুদুর রহমান নির্দোষ প্রমাণিত হয়ে যেতে পারেন, তাই সেদিন আমাকে অপহরণ করা হয়েছিল।
উল্লেখ্য, সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়া সংক্রান্ত মামলায় ২০১৫ সালের ১৩ আগস্ট মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।
ঢাকার তৎকালীন বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা দিয়েছিলেন ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বলা হয়েছিল,নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে মাহমুদুর রহমান তার সম্পদের বিবরণী দাখিল না করায় এ মামলা করা হয়। এ মামলাটিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারার ক্ষমতাবলে বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমানের নিজ নামে, তার স্ত্রীর নামে ও তার ওপর নির্ভরশীলদের নামে-বেনামে থাকা অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও ওই সম্পদ অর্জনের বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিলে ব্যর্থতার অভিযোগ করা হয়।
সেই বিবরণী নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় ২০১০ সালের ১৩ জুন দুদকের উপপরিচালক নূর আহম্মেদ বাদী রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন।
পরে সাজানো রায়ে ২০১৫ সালের ১৩ আগস্ট মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
ওই রায়ের বিরুদ্ধে একই সালে হাইকোর্টে আপিল করেন ড. মাহমুদুর রহমান। মামলার শুনানিতে তিনি মামলাটি
পুরোপুরি মিথ্যা,সাজানো এবং হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে মমে আদালতকে অবহিত করেন।
সোমবারের হাইকোর্টের রায়ে ড মাহমুদুর রহমানের দাবিটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলো।
ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ সম্পাদক ড.মাহমুদুর রহমানকে দুদকের মিথ্যা মামলায় ফাঁসাতে তৎকালীন দুদক তদন্ত কর্মকর্তা জহিরুল হুদাকে আদালত চত্বর হতে অপহরণ করে উঠিয়ে নিয়ে যায়। আদালতে দাখিল করা জবানবন্দিতে লোমহর্ষক এ ঘটনার বর্ণনা দেন বর্তমান দুদক পরিচালক ও মাহমুদুর রহমানের মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা জহিরুল হুদা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির এ মামলায় সোমবার তিন বছরের কারাদণ্ড থেকে সম্পূর্ণ খালাস দেয়া হয় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে। বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হাসান, ওমর ফারুক ও বনি আদম। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শাহীন আহমেদ।
দুদকের তৎকালীন তদন্ত কর্মকর্তা জহিরুল হুদা আদালতে জানান, আমি পুরো তদন্তে মাহমুদুর রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের কোন সন্ধান পাইনি মর্মে রিপোর্ট দেই। তাই বিগত সরকার আমার তদন্তে তখন সন্তুষ্ট হতে না পেরে আমাকে তাৎক্ষণিকভাবে রংপুর বদলি করে দেয়। এরপর ২০১০ সালে ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে আমাকে পাশ কাটিয়ে দুদক মামলাটি করে।
পরবর্তীতে ২০১৪ সালে আমাকে সাক্ষী দেয়ার জন্য ঢাকা বকশী বাজারের বিশেষ আদালত-৩ এ ডাকা হয়। আমি সাক্ষী দেয়ার জন্য রংপুর হতে ঢাকায় বকশি বাজার আদালত প্রাঙ্গণে পৌঁছালে সাদা পোশাকের লোকজন জোরপূর্বক গাড়িতে তুলে চোখ বেধে ফেলে। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বলে তোকে আর সাক্ষ্য দিতে হবে না। গাড়িতে বেধে রেখে সারাদিন ঘুরিয়ে রাতে ঢাকার ফামগেইট এলাকায় নামিয়ে দিয়ে কাউকে এ কথা না বলতে হুমকি দেয়া হয়। আদালতে সেদিন আমার তদন্ত প্রতিবেদন এবং সাক্ষী দেয়ার কথা ছিল। আমি তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দিলে ড. মাহমুদুর রহমান নির্দোষ প্রমাণিত হয়ে যেতে পারেন, তাই সেদিন আমাকে অপহরণ করা হয়েছিল।
উল্লেখ্য, সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়া সংক্রান্ত মামলায় ২০১৫ সালের ১৩ আগস্ট মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।
ঢাকার তৎকালীন বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা দিয়েছিলেন ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বলা হয়েছিল,নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে মাহমুদুর রহমান তার সম্পদের বিবরণী দাখিল না করায় এ মামলা করা হয়। এ মামলাটিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারার ক্ষমতাবলে বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমানের নিজ নামে, তার স্ত্রীর নামে ও তার ওপর নির্ভরশীলদের নামে-বেনামে থাকা অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও ওই সম্পদ অর্জনের বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিলে ব্যর্থতার অভিযোগ করা হয়।
সেই বিবরণী নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় ২০১০ সালের ১৩ জুন দুদকের উপপরিচালক নূর আহম্মেদ বাদী রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন।
পরে সাজানো রায়ে ২০১৫ সালের ১৩ আগস্ট মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
ওই রায়ের বিরুদ্ধে একই সালে হাইকোর্টে আপিল করেন ড. মাহমুদুর রহমান। মামলার শুনানিতে তিনি মামলাটি
পুরোপুরি মিথ্যা,সাজানো এবং হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে মমে আদালতকে অবহিত করেন।
সোমবারের হাইকোর্টের রায়ে ড মাহমুদুর রহমানের দাবিটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলো।
দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ২ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রত্যাশী আবেদনকারী প্রার্থীরা।
১১ মিনিট আগেসরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
৩১ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগেনতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
১ ঘণ্টা আগে