আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রার্থিতা বাতিলে সিইসির সঙ্গে বৈঠক করবে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

প্রার্থিতা বাতিলে সিইসির সঙ্গে বৈঠক করবে ইসলামী আন্দোলন

‘আইনের অতিব্যবহার ও তুচ্ছ কারণে’ ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু প্রার্থীর পার্থিতা বাতিলের বিষয়ে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে দলটি। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে থাকবেন দলের আরেক যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ পাঁচ কেন্দ্রীয় নেতা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন তারা। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি এসব তথ্য জানিয়েছেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন