‘ব্লক’ নামে সফটওয়্যার পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে

নির্বাচনে এআইর অপব্যবহার মোকাবিলায় ইসির উদ্যোগ

গাজী শাহনেওয়াজ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬: ০৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মূল লক্ষ্য থাকবে অশুভ চক্রের ছড়িয়ে দেওয়া ভুল তথ্য, বিভ্রান্তিমূলক প্রচার, ভুয়া খবর ও গুজব রোধ করা।

এদিকে নির্বাচন ভণ্ডুল হতে পারেÑএমন বিভ্রান্তিমূলক অপপ্রচার ছড়ালে পাল্টা পদক্ষেপ নেবে ইসি। এজন্য ‘ব্লক’ নামে একটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। ইসির প্রকৌশলীরা এটা দিয়ে ‘ভুয়া খবর’ তৈরি এবং অনুরূপ ‘সত্য খবর’ বানায়। পরে অভ্যন্তরীণ প্ল্যাটফর্মে ছেড়ে পরীক্ষামূলকভাবে তার সক্ষমতা পরখ করছে।

বিজ্ঞাপন

এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও নির্বাচনী ব্যবস্থার জন্য আন্তর্জাতিক ফাউন্ডেশন (আইএফইএস) এআই মোকাবিলায় সক্ষমতা তৈরিতে কাজ করছে। তারা এটা মোকাবিলার কৌশল কর্মকর্তাদের রপ্ত করাচ্ছেন। এ ইস্যুতে দেশি-বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান ডেম্যু দেখিয়েছে ইসিকে। এর মধ্যে নেক্সটওয়ে নামে দেশি একটি প্রতিষ্ঠান আছে।

তাছাড়া তফসিলের আগে-পরে এবং ভোট-পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক তথ্য প্রচার করা হবে ইসির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এমনকি সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স ও টিকটক) নজরদারি করা হবে। ইসির দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

মোবাইল, ল্যাপটপ ও ডেস্কটপ সুরক্ষার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। তেমনি গুজব ঠেকাতে ফ্রি-সফটওয়্যার (রিউমার স্ক্যানার) পাওয়া যায়। এই ফ্রি সফটওয়্যারে সব ফিচার মেলানো যায় না। এমনকি তাৎক্ষণিক গুজব মোকাবিলায় এ ধরনের সফটওয়্যার সময়মতো কাজ করে না। তাই একটি পেইড ভার্সন সফটওয়্যার কেনা হয়েছে। এটি দিয়ে কাজগুলো করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টরা আসল ও নকল কন্টেন্ট তৈরি করে টেস্ট অ্যান্ড ট্রায়াল দিচ্ছেন কীভাবে এটি মোকাবিলা করা যায়। পরখ করে দেখছেন অন্যেরটা ধরা যায় কি না। এ দুটি কাজ সিস্টেমের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা আমার দেশকে জানান, রাষ্ট্রের ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ কিংবা নির্বাচন ইস্যুতে সিইসির মতো অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের কণ্ঠ নকল করে (অডিও-ভিডিও) দুষ্কৃতকারীরা সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিতে পারে। আবেগী মানুষ (হুজুগে) না বুঝে শেয়ার, কমেন্ট শুরু করে দেন। এমনকি এ ধরনের ঘটনা ইস্যু করে হামলা-ভাঙচুর ও সহিংসতার ঘটনাও ঘটে থাকে।

একটি উদাহরণ টেনে সংশ্লিষ্টরা জানান, তফসিলের আগে সিইসির ছবি ও কণ্ঠ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো ‘নির্বাচন হবে না’। কিংবা ভোটের আগের দিন প্রচার হলো ‘ওমুক দলকে জেতাতে হবে। সবাই ওই প্রতীকে ভোট দিন’।

নির্বাচনের জন্য নেতিবাচক ভুয়া এই খবর দ্রুত সময়ে লাখ লাখ ভিউ, লাইক ও শেয়ার হলে তখন এর দায়ভার কে নেবে? তাই এমন অপতথ্য ছড়িয়ে কেউ যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, তা প্রতিরোধ বা পাল্টা ব্যবস্থা কি নেওয়া যায়Ñএসব নিয়ে কাজ করা হচ্ছে। এ-সংক্রান্ত একটি সেল গঠন করা হয়েছে।

জানতে চাইলে ইসির সহকারী সচিব প্রকৌশলী সাইদুর রহমান আমার দেশকে বলেন, ‘টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে এআই মোকাবিলায় আমার ওপর দায়িত্ব এসেছে। এ বিষয়ে ইটিআইয়ে কয়েকটি ক্লাস নিয়েছি। সেখানে কর্মকর্তাদের হাতে-কলমে দেখানোর চেষ্টা করা হয়েছে।’

জানা গেছে, ভুয়া তথ্য প্রচার হলে ইসির নির্ধারিত ব্যক্তিদের জানানোর জন্য একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকবে। অপপ্রচারমূলক কিংবা নির্বাচন-সংক্রান্ত সন্দেহজনক ভিডিও নজরে এলে ইসির সর্বস্তরের কর্মকর্তা কিংবা দেশের সচেতন একজন নাগরিক নিজে ইসির ওই প্ল্যাটফর্মে জানাতে পারবেন। তাৎক্ষণিক আইটি এক্সপার্টরা সেটা খতিয়ে দেখবেন কে পাঠাল বা বস্তুনিষ্ঠতা কতটুকু এবং সত্যতা নিরূপণ করে ইসির নিজস্ব ইউটিইউব চ্যানেল ও ফেসবুক পেজে পাল্টা ভিডিও ছেড়ে দেবেন। সেখানে বলা থাকবেÑসিইসি, কমিশনাররা কিংবা ইসির পক্ষ থেকে এ ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি, এটা ফেক। একইভাবে ইসির কর্মকর্তারা স্বউদ্যোগে ইসির তৈরি কনটেন্ট শেয়ার করবেন। অনুরূপভাবে যিনি তথ্য দেবেন, পাল্টা বার্তা সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি অন্যদের দেওয়া হবে। এভাবে গুজব ও অপতথ্য প্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ছক কষছে ইসি।

নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন শুধু বাংলাদেশ নয়Ñএটা গ্লোবালি চ্যালেঞ্জ। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এআই ইন্টারভেনশনের মাধ্যমে মানুষের মতামতকে পরিবর্তন করে ফেলছে। ভুল তথ্য দিয়ে প্রভাবিত করে ফেলছে। আমরা এআই সংকট মোকাবিলা করতে চাই। এখন পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠান এ বিষয়ে আমাদের তাদের কাজের ধরণ প্রজেকশনের মাধ্যমে দেখিয়েছেন।

সম্পাদনা... আফজাল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত