বিশেষ প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে বদলে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্বের জন্য ইতিহাস সৃষ্টি করেছে। তরুণদের স্বপ্ন ও তারুণ্যের এ শক্তিকে কাজে লাগাতে হবে।
শুক্রবার সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ইউনূস সেন্টারের উদ্যোগে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত ৩৮টি দেশের প্রতিনিধি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধান এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সামাজিক ব্যবসা সংক্রান্ত একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনূস সেন্টারের রিলেশন ম্যানেজার জিনাত ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাজেলদীন, জাপান ইউগলেনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিতসুরো ইজুমু প্রমুখ।
ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসা যা সমাজের জন্য লাভজনক। এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সামাজিক সমস্যা সমাধান করা। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য, ক্ষুধা ও স্বাস্থ্য সমস্যা দূর করা সম্ভব।
তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
প্রসঙ্গত, ২৮ জুন ‘সামাজিক ব্যবসা দিবস’ হিসেবে পালন করা হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন। ২০১০ সাল থেকে প্রতি বছর এই দিনে সামাজিক ব্যবসা দিবস পালিত হচ্ছে।
সামাজিক ব্যবসা হলো— এমন একটি ব্যবসা যা সামাজিক সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয় এবং এর মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের উন্নয়নও করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ব্যবসা সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সংগঠন সামাজিক ব্যবসা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, কর্মশালার আয়োজন করেছে। এর মাধ্যমে সামাজিক ব্যবসার ধারণা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং এর গুরুত্ব তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে বদলে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্বের জন্য ইতিহাস সৃষ্টি করেছে। তরুণদের স্বপ্ন ও তারুণ্যের এ শক্তিকে কাজে লাগাতে হবে।
শুক্রবার সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ইউনূস সেন্টারের উদ্যোগে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত ৩৮টি দেশের প্রতিনিধি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধান এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সামাজিক ব্যবসা সংক্রান্ত একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনূস সেন্টারের রিলেশন ম্যানেজার জিনাত ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাজেলদীন, জাপান ইউগলেনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিতসুরো ইজুমু প্রমুখ।
ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসা যা সমাজের জন্য লাভজনক। এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সামাজিক সমস্যা সমাধান করা। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য, ক্ষুধা ও স্বাস্থ্য সমস্যা দূর করা সম্ভব।
তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
প্রসঙ্গত, ২৮ জুন ‘সামাজিক ব্যবসা দিবস’ হিসেবে পালন করা হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন। ২০১০ সাল থেকে প্রতি বছর এই দিনে সামাজিক ব্যবসা দিবস পালিত হচ্ছে।
সামাজিক ব্যবসা হলো— এমন একটি ব্যবসা যা সামাজিক সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয় এবং এর মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের উন্নয়নও করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ব্যবসা সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সংগঠন সামাজিক ব্যবসা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, কর্মশালার আয়োজন করেছে। এর মাধ্যমে সামাজিক ব্যবসার ধারণা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং এর গুরুত্ব তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১৪ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১৪ মিনিট আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
৪৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
১ ঘণ্টা আগে