দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাইকে ভোট দেওয়ার প্রতাশা ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এ প্রত্যাশা করেন তিনি।
ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন। দেড়যুগ পরে এদেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে সেখানে। আশাকরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এ সুযোগ গ্রহন করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন।
তিনি আরও লিখেছেন, যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন। এ নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

