নিউমার্কেটে চুরি: চোরাই টাকাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৫: ১৭

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে (বিশ্বাস বিল্ডার্স) চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতর নাম মো. আলিম হাওলাদার (৩৬)।

বিজ্ঞাপন

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ ও নিচ তলায় অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী মো. মানিকের অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, নিউমার্কেট থানা পুলিশের একটি টিম মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। এরপর গত শুক্রবার ভোর আনুমানিক ৪ টা ৩০ মিনিটে বরগুনা জেলার বামনা থানার পূর্ব বলায় বুনিয়া গ্রাম থেকে বামনা থানা পুলিশের সহায়তায় আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত টাকার মধ্যে নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলিম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত