স্টাফ রিপোর্টার
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে কমপক্ষে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, এই ক্যামেরাগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করবে।
তিনি বলেন, ‘অক্টোবরের মধ্যে ক্যামেরাগুলো কিনে পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে। প্রশিক্ষণে ক্যামেরার মূল বৈশিষ্ট্য, বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে’।
বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন ও থাইল্যান্ডের ৩টি কোম্পানির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও কনস্টেবলরা বুকে ঝুলিয়ে এসব ক্যামেরা ব্যবহার করবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত কেনাকাটা শেষ করতে ও হাজারো পুলিশ সদস্যকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘যে কোনো মূল্যে সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চাই।’
এ সময় প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনাও জানান।
এই অ্যাপে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টার্যাক্টিভ সুবিধা থাকবে।
প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালু করার নির্দেশ দিয়ে বলেন, দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজ ব্যবহারযোগ্য করতে হবে।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে কমপক্ষে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, এই ক্যামেরাগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করবে।
তিনি বলেন, ‘অক্টোবরের মধ্যে ক্যামেরাগুলো কিনে পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে। প্রশিক্ষণে ক্যামেরার মূল বৈশিষ্ট্য, বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে’।
বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন ও থাইল্যান্ডের ৩টি কোম্পানির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও কনস্টেবলরা বুকে ঝুলিয়ে এসব ক্যামেরা ব্যবহার করবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত কেনাকাটা শেষ করতে ও হাজারো পুলিশ সদস্যকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘যে কোনো মূল্যে সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চাই।’
এ সময় প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনাও জানান।
এই অ্যাপে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টার্যাক্টিভ সুবিধা থাকবে।
প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালু করার নির্দেশ দিয়ে বলেন, দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজ ব্যবহারযোগ্য করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১৮ মিনিট আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
১ ঘণ্টা আগে