সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারিয়েছে বলে মনে করেন দেশের অন্যতম নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত।
আপসহীন নেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে হানিফ সংকেত তার ফেসবুক আইডিতে লেখেন, সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও লেখেন, তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

