জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নবযাত্রার সূচনা হলো: প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৮: ১৬
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৮: ৩৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। এই সভ্যতা কাগজেই নয় কাজের মাধ্যমে এখন আমাদের প্রমাণ করতে হবে।

শুক্রবার বিকেলে জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন তিনি। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশন গঠনের পর মনে মনে আশা ছিল যে হয়তো দুই একটা বিষয়ে দলগুলোকে একমত করতে পারব। রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না। কাজেই ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রফেসর আলী রীয়াজকে দায়িত্ব দিয়েছিলাম। উনি একজন গুণীজন। যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন। অবাক কাণ্ড! সারাদেশ দেখলো সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসলো না, চমৎকার আলাপ করল। এত গভীরভাবে, এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো—এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না।

এদিন, বিকাল ৪টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতারা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত