আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুদিনে ইসিতে ১৬৪ প্রার্থীর আপিল

স্টাফ রিপোর্টার

দুদিনে ইসিতে ১৬৪ প্রার্থীর আপিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত দুদিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৬৪ প্রার্থী আপিল করেছেন। এর মধ্যে গত সোমবার ৪২টি এবং মঙ্গলবার ১২২টি আবেদন পড়ে। ইসির আপিল আবেদন-সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এরপর গত ৩০ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেন। এরপর পাঁচ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

বিজ্ঞাপন

কমিশনের তথ্য অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এরপর নির্বাচনি প্রচার ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকালে শেষ হবে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন