এক সপ্তাহে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা

ট্রেনের টিকেট কালোবাজারি রোধে ২৩ টাস্কফোর্সের অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৭: ২২

‘টিকেট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকেট কালোবাজারি রোধে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব টাস্কফোর্স এক সপ্তাহে (৬-১২ অক্টোবর) বিভিন্ন রুটে চলাচল করা ট্রেনে অভিযান চালিয়ে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ব্যতীত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে সাত দিনে ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা আয় করেছে টাস্কফোর্স।

বিজ্ঞাপন

অভিযানে টিকেটের ওপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রীর প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিনা টিকেটের ৬ হাজার ২৭৮ জন এবং অন্যের আইডি দ্বারা টিকেট কিনে ভ্রমণ করা ১ হাজার ৮৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া ও জরিমানা আদায় এবং টিকেট কালোবাজারির সাথে জড়িত ৫৩টি মোবইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলে ১৩টি এবং পশ্চিমাঞ্চলে ১০টি টাস্কফোর্স কাজ করছে জানিয়ে বলা হয়েছে, নিয়মিত টিকেট চেকিংয়ের অতিরিক্ত হিসেবে টাস্কফোর্সের কার্যক্রম অব্যাহত থাকবে। টিকেটবিহীন কোনো যাত্রী শনাক্ত হলে বা একজনের টিকেটে অন্য কেউ ভ্রমণ করতে চাইলে তাদেরকে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি দেবে টাস্কফোর্স।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত