এক মাস পর ফের দেশের রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ অনুযায়ী ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমদানি দায় পরিশোধের পরও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকা এবং ব্যাংকগুলো থেকে ডলার কেনার কারণে রিজার্ভ বাড়ছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের পাঁচ মাসে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ২ দশমিক ৬৬ বিলিয়ন ডলার ক্রয় করেছে। এছাড়া এ মাসে রেমিট্যান্স প্রবৃদ্ধিও বেড়েছে। ডিসেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ২ শতাংশ বেশি।
গত ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত মাসে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার থেকে কমে ৩১ বিলিয়ন ডলারের ঘরে নেমে যায়।

