আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আমার দেশ অনলাইন

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামের একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ষষ্ঠ তলায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানিয়েছে, খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি করে ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটসহ মোট নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন