রাষ্ট্রের ভাষা দরকার নাই, দাপ্তরিক ভাষা হবে: সারওয়ার তুষার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ১৭

রাষ্ট্রের কোনো ভাষা থাকা দরকার নাই। বলেন যে দাপ্তরিক ভাষা। কোন ভাষা দিয়ে রাষ্ট্র চালাবেন, দপ্তরের ভাষাগুলো কি হবে, অফিসাল ভাষাগুলো কি হবে সেইগুলো শুধু বলবেন। এবং সেটা শুধু বাংলা হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা বলছেন রাষ্ট্র ভাষা হবে বাংলা আর বাকি ভাষা হবে মাতৃভাষা। যদি কোনো ইনসেনটিভ না থাকে তাহলে সে ভাষা চর্চা কেন করবে! তাহলে যে বাংলা পারবে , যে ইংরেজি পারবে সে চাকরি পাবে। আর চাকমারা, সাঁওতালরা তাদের ভাষায় চাকরি পাবে না। সে কারণে দাপ্তরিক ভাষা করতে হবে, বাংলা থাকবে এবং আরও দুটা ভাষা করেন।

এসময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই, দু’দিন পরে তো আপনারা সংসদে যাবেন। তাহলে গণপরিষদকে ভয় পাচ্ছেন কেন! গণপরিষদ হচ্ছে একটা নির্বাচন। আপনাদের পররাষ্ট্র সেল চালায় তারাও বলতে পারে না গণপরিষদ নির্বাচন কি, তাহলে কি দল চালান আপনারা! কেন্দ্রীয় নেতারা পর্যন্ত বুঝতে পারেন না যে গণপরিষদ নির্বাচন বলতে একটা নির্বাচন আছে বাংলাদেশে।

তিনি বলেন, ৬৯ এর পরে যে নির্বাচন হয়েছিলো সেটা গণপরিষদ নির্বাচন হয়েছিলো, সংসদ নির্বাচন হয়নি। এটা বুঝতে হবে আপনাদের কে। কিন্তু আমরা যখন বলেছি ডিসেম্বরে নির্বাচনে গণপরিষদ নির্বাচন দেয়ার কথা সেখানে আপনারা এতো ভয় পান কেন! ছাত্ররা তো বলে দিয়েছে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন হবে। এসময় সংবিধান সংস্কার কমিশনের উদ্দেম্যে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে কোনো ধরনের গোঁজামিল আমাদেরকে দিবেন না।

যুগ্ম আহ্বায়ক- আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব- আব্দুল্লাহ্ আল আমিন, সহ মুখপাত্র- সালেহ উদ্দিন সিফাত, কেন্দ্রীয় সংগঠক- এস এম শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য সুলতান মো. জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত