মুশফিকুল ফজল আনসারীর পোস্ট

প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানালেন যেসব রাষ্ট্রদূত

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১২: ৪৩
ছবি: মুশফিকুল ফজল আনসারীর পোস্ট থেকে নেয়া

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন মুশফিকুল ফজল আনসারীর শুক্রবার ঈদুল আজহার দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। ফেসবুকে দেয়া এক পোস্টে নিজেই সে তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ওয়াশিংটনে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এই কূটনীতিক। পোস্টে তিনি বলেছেন, পবিত্র ঈদুল আজহার সকালটা আমাদের ওয়াশিংটনের আবাসস্থল রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। নতুন-পুরাতন বহু প্রিয় মুখ—বন্ধু, শুভানুধ্যায়ী ও স্বজনেরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

ঠিক তখনই সম্প্রচার শেষ হয় জাতির উদ্দেশে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাষণ, যেখানে তিনি আগামী এপ্রিল মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন।

পোস্টে মুশফিকুল আনসারী জানান, উপস্থিত কূটনীতিক ও বিশিষ্টজনেরা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক শান্তি ও স্থিতি এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এই সৌহার্দ্যের মুহূর্তকে প্রাণবন্ত করে তোলেন অ্যাম্বাসেডর মার্শা বার্নিকাট ও অ্যাম্বাসেডর ড্যান মোজেনা (ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত), জন জিজি, অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকীসহ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কূটনীতিক, সাংবাদিক ও কমিউনিটির ঘনিষ্ঠ বন্ধুজনেরা।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ঈদুল আজহার আগের দিন দেয়া ভাষণে তিনি আগামী জাতীয় নির্বাচনের একটি সময় ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় ইউনিয়ন এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি-সহ বেশ কিছু রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘোষণায় জাতি হতাশ হয়েছে। বরং আগের দাবি অনুযায়ী আসছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে দলটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত