• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> জাতীয়

ড্রামে খণ্ডিত লাশ: নিহতের বন্ধুকে প্রধান আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৬: ৩৬
logo
ড্রামে খণ্ডিত লাশ: নিহতের বন্ধুকে প্রধান আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৬: ৩৬

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিহত আশরাফের জরেজ নামে এক বন্ধুকে প্রধান আসামি করা হয়েছে। শুক্রবার সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আশরাফুলের বন্ধু জরেজকে প্রধান আসামি করে এজাহার দায়ের করেছেন আনজিরা বেগম। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত চলছে এবং আসামি গ্রেপ্তার অভিযান চলছে।

এজাহারে আনজিরা বেগম লিখেছেন, তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুর হিলি বন্দর থেকে গোটা বাংলাদেশে পেঁয়াজ, রসুন, মরিচ, আলুসহ কাঁচামাল সরবরাহ করে করতেন। গত ১১ নভেম্বর রাত ৮টার দিকে আসামি জরেজকে নিয়ে ঢাকায় আসে। এরপর থেকে আমার ভাইয়ের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পায়। আমাদের সন্দেহ আসামি জরেজ তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের সহযোগীতায় গত ১১ নভেম্বর রাত থেকে ১৩ নভেম্বর রাতের মধ্যে যে কোনো সময় পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশ থেকে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মোট ২৬টি খণ্ডে খণ্ডিত করে লাশ গুম করার উদ্দেশ্যে দুটি নীল রংয়ের ড্রামের ভেতর ভরে ড্রামের মুখ কালো রংয়ের ঢাকনা দিয়ে ঢেকে ফেলে রেখে অজ্ঞাতস্থানে পালিয়ে যায়।

​শাহবাগ থানার জাতীয় ঈদগাহের পাশে পানির পাম্পের কাছে রাস্তার ফুটপাথে দুটি নীল রঙের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ড্রাম দুটিপড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুল আলম ঘটনাস্থলে যান।

​পুলিশ জানায়, ড্রাম দুটি খোলা হলে ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একজন পুরুষের খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যায়। পুলিশের তথ্য মতে, লাশের গলা থেকে শুরু করে দেহের প্রতিটি অঙ্গ আলাদা করে মোট ২৬ টুকরো করা হয়েছিল। লাশের মুখমণ্ডলসহ খণ্ডিত অংশগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে লম্বা দাড়ি ছিল।

​ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে কে বা কারা একটি ভ্যান গাড়িতে করে ড্রাম দুটি ফেলে রেখে গিয়েছিল। সন্ধ্যার দিকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেওয়া হয়।

​ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত পরিচয় ​

লাশ উদ্ধারের পর সিআইডি'র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তারা লাশের ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) সংগ্রহ করে এবং প্রযুক্তির মাধ্যমে দ্রুত লাশের পরিচয় শনাক্ত করে।

​নিহত ব্যক্তির নাম আশরাফুল হক (৪৩)। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর নয়াপাড়া, গোপালপুর গ্রামে। বাবার নাম মো: আব্দুর রশিদ এবং মায়ের নাম এছরা বেগম।

​নিহতের ভগ্নিপতি মো: জাকির গণমাধ্যমকে জানান, আশরাফুল হক একজন কাঁচা মালের আড়তদারি ব্যবসায়ী ছিলেন এবং তিনি ট্রাকে করে মালামাল ঢাকায় সরবরাহ করতেন। পাওনা টাকা তোলার উদ্দেশ্যে গত মঙ্গলবার আশরাফুল হক তাদের এলাকার প্রতিবেশী 'জরেজ' নামে আরেকজনের সঙ্গে নারায়ণগঞ্জ এসেছিলেন।

​জাকির আরো বলেন, মঙ্গলবার সর্বশেষ তার (আশরাফুল) বাসার লোকজনের সঙ্গে কথা হয়। তখন সে নারায়ণগঞ্জে ছিল। তাকে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছিল টাকা দিবে বলে। তার সঙ্গে থাকা জরেজ গিয়েছিল পাওনাদারদের কাছে। এরপর থেকেই আশরাফুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জরেজের সঙ্গে একবার কথা হলেও, এরপর তার মোবাইলও বন্ধ পাওয়া যায় এবং সে এখনো নিখোঁজ।

​নিহত আশরাফুল হক স্ত্রী লাকি বেগম এবং দুই সন্তান—আব্দুল্লাহ (৭) ও আসফি (১০)—কে রেখে গেলেন। স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকেন।

​খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত হলেও, কারা এই নিশংস হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ ২৬ টুকরা করে ড্রামে ভরে জাতীয় ঈদগাহের পাশে ফেলে গেল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি পুলিশ। ডিএমপি'র রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

​আশরাফুল হকের ব্যবসায়িক লেনদেন বা নিখোঁজ সঙ্গী জরেজের কোনো ভূমিকা আছে কিনা এবং খুনের পর লাশ এতো নৃশংসভাবে টুকরো করার পেছনে পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

​ময়নাতদন্তের পর হত্যার কারণ ও সময় সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিহত আশরাফের জরেজ নামে এক বন্ধুকে প্রধান আসামি করা হয়েছে। শুক্রবার সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আশরাফুলের বন্ধু জরেজকে প্রধান আসামি করে এজাহার দায়ের করেছেন আনজিরা বেগম। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত চলছে এবং আসামি গ্রেপ্তার অভিযান চলছে।

বিজ্ঞাপন

এজাহারে আনজিরা বেগম লিখেছেন, তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুর হিলি বন্দর থেকে গোটা বাংলাদেশে পেঁয়াজ, রসুন, মরিচ, আলুসহ কাঁচামাল সরবরাহ করে করতেন। গত ১১ নভেম্বর রাত ৮টার দিকে আসামি জরেজকে নিয়ে ঢাকায় আসে। এরপর থেকে আমার ভাইয়ের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পায়। আমাদের সন্দেহ আসামি জরেজ তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের সহযোগীতায় গত ১১ নভেম্বর রাত থেকে ১৩ নভেম্বর রাতের মধ্যে যে কোনো সময় পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশ থেকে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মোট ২৬টি খণ্ডে খণ্ডিত করে লাশ গুম করার উদ্দেশ্যে দুটি নীল রংয়ের ড্রামের ভেতর ভরে ড্রামের মুখ কালো রংয়ের ঢাকনা দিয়ে ঢেকে ফেলে রেখে অজ্ঞাতস্থানে পালিয়ে যায়।

​শাহবাগ থানার জাতীয় ঈদগাহের পাশে পানির পাম্পের কাছে রাস্তার ফুটপাথে দুটি নীল রঙের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ড্রাম দুটিপড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুল আলম ঘটনাস্থলে যান।

​পুলিশ জানায়, ড্রাম দুটি খোলা হলে ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একজন পুরুষের খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যায়। পুলিশের তথ্য মতে, লাশের গলা থেকে শুরু করে দেহের প্রতিটি অঙ্গ আলাদা করে মোট ২৬ টুকরো করা হয়েছিল। লাশের মুখমণ্ডলসহ খণ্ডিত অংশগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে লম্বা দাড়ি ছিল।

​ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে কে বা কারা একটি ভ্যান গাড়িতে করে ড্রাম দুটি ফেলে রেখে গিয়েছিল। সন্ধ্যার দিকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেওয়া হয়।

​ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত পরিচয় ​

লাশ উদ্ধারের পর সিআইডি'র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তারা লাশের ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) সংগ্রহ করে এবং প্রযুক্তির মাধ্যমে দ্রুত লাশের পরিচয় শনাক্ত করে।

​নিহত ব্যক্তির নাম আশরাফুল হক (৪৩)। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর নয়াপাড়া, গোপালপুর গ্রামে। বাবার নাম মো: আব্দুর রশিদ এবং মায়ের নাম এছরা বেগম।

​নিহতের ভগ্নিপতি মো: জাকির গণমাধ্যমকে জানান, আশরাফুল হক একজন কাঁচা মালের আড়তদারি ব্যবসায়ী ছিলেন এবং তিনি ট্রাকে করে মালামাল ঢাকায় সরবরাহ করতেন। পাওনা টাকা তোলার উদ্দেশ্যে গত মঙ্গলবার আশরাফুল হক তাদের এলাকার প্রতিবেশী 'জরেজ' নামে আরেকজনের সঙ্গে নারায়ণগঞ্জ এসেছিলেন।

​জাকির আরো বলেন, মঙ্গলবার সর্বশেষ তার (আশরাফুল) বাসার লোকজনের সঙ্গে কথা হয়। তখন সে নারায়ণগঞ্জে ছিল। তাকে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছিল টাকা দিবে বলে। তার সঙ্গে থাকা জরেজ গিয়েছিল পাওনাদারদের কাছে। এরপর থেকেই আশরাফুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জরেজের সঙ্গে একবার কথা হলেও, এরপর তার মোবাইলও বন্ধ পাওয়া যায় এবং সে এখনো নিখোঁজ।

​নিহত আশরাফুল হক স্ত্রী লাকি বেগম এবং দুই সন্তান—আব্দুল্লাহ (৭) ও আসফি (১০)—কে রেখে গেলেন। স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকেন।

​খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত হলেও, কারা এই নিশংস হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ ২৬ টুকরা করে ড্রামে ভরে জাতীয় ঈদগাহের পাশে ফেলে গেল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি পুলিশ। ডিএমপি'র রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

​আশরাফুল হকের ব্যবসায়িক লেনদেন বা নিখোঁজ সঙ্গী জরেজের কোনো ভূমিকা আছে কিনা এবং খুনের পর লাশ এতো নৃশংসভাবে টুকরো করার পেছনে পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

​ময়নাতদন্তের পর হত্যার কারণ ও সময় সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশমামলালাশ
সর্বশেষ
১

ঢাকা ও করাচি উৎসবে ‘নয়া মানুষ’

২

‘ইসলামের দোহাই দিয়ে ভোট চাইলে পেটানো হবে’

৩

কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস

৪

শুক্রবার কমলো স্বর্ণের দাম

৫

‘হঠাৎ করেই একটি বড় দল সংস্কারের প্রশ্নে দ্বিমত পোষণ করছে’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস

সরকার গতকাল বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। এই আদেশ জারির আগে সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা ছিল।

৭ মিনিট আগে

এবার বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন করে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে রোববার থেকে সারা দেশের বিচারকেরা একযোগে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।

১ ঘণ্টা আগে

ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার ১৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার

৫ ঘণ্টা আগে
কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস

কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস

এবার বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি

এবার বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি

ড্রামে খণ্ডিত লাশ: নিহতের বন্ধুকে প্রধান আসামি করে মামলা

ড্রামে খণ্ডিত লাশ: নিহতের বন্ধুকে প্রধান আসামি করে মামলা

ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন