আইনের শাসন প্রতিষ্ঠায় অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম: তথ্য সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৮: ৪০

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত আইন বিষয়ক সাংবাদিকদের ভূমিকা এ ক্ষেত্রে অপরিসীম।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে আইন বিষয়ক রিপোর্টারদের অনুসন্ধানী সাংবাদিকতার ওপর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রোববার এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি’র যৌথ অংশীদারিত্বে এবং সুইডেন দূতাবাসের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভুঁইয়া। তিনি প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ যেমন পৃথক জুডিশিয়াল সচিবালয় গঠন, জুডিশিয়াল কাউন্সিল পুনরায় কার্যকর করা, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন প্রনয়নের বিষয়টি তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা শুধু একটি কাজ নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী মাধ্যম। গণমাধ্যমই পারে জনগণের কণ্ঠস্বর রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে। ইউএনডিপি সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে বিচার সংস্কারে নিবিড়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকো’র মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা শুধু সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেন না, তারা সমাজ পরিবর্তনের অগ্রদূতও বটে।

নিমকোর সহকারী পরিচালক ও কর্মশালা পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় আইনগত স্টোরিটেলিং, সূত্রের সুরক্ষা, জটিল আইন সহজভাবে ব্যাখ্যা, বিচার বিভাগীয় স্বচ্ছতা ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির টুলস ইত্যাদি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন ইউএনডিপি’র সিনিয়র রুল অব ল’ অ্যাডভাইজর রোমানা শোয়েগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, বাংলা আউটলুকের স্পেশাল করেসপন্ডেন্ট মুক্তাদির রশিদ এবং এপি’র ব্যুরো চিফ জুলহাস আলম। 

কর্মশালায় ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী, ইউএনডিপি ও সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় নিমকোর পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুমসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

তথ্য সচিব
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত