আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পেঁয়াজ আমদানিতে শিথিলতা: দৈনিক ২০০ আইপি অনুমোদন

স্টাফ রিপোর্টার
পেঁয়াজ আমদানিতে শিথিলতা: দৈনিক ২০০ আইপি অনুমোদন
ছবি: সংগৃহীত।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০ টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আবদেনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে। অর্থাৎ ০১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন