আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টিতে এডওয়ার্ডস অপরাজিত ২২৯

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টিতে এডওয়ার্ডস অপরাজিত ২২৯

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার বৃষ্টিতে রান উৎসবে মেতে ওঠা। এককথায় বললে- বিস্ফোরক ব্যাটিং। সেই মারকাটারি ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে দিলেন স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ার মাটিতে নেদারল্যান্ডসের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। উপহার দিয়েছেন ২২৯ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। দুর্বার এই ইনিংস খেলেছেন মাত্র ৮১ বলে। তার স্ট্রাইকরেট ছিল ২৮২.৭১। ইনিংসটি সাজান ২৩ ছক্কা আর ১৪ বাউন্ডারির মারে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে ডাচ অধিনায়ক খেলেছেন ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের জার্সি গায়ে। এডওয়ার্ডস খেলেছেন উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে। ক্লেঞ্জো গ্রুপ শিল্ড অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট টুর্নামেন্টে।

এই টুর্নামেন্টের ম্যাচ স্বীকৃত টি-টোয়েন্টি হিসেবে গণ্য করা হয় না। তাই ডাবল সেঞ্চুরি করেও টি-টোয়েন্টির রেকর্ড ভাঙতে পারেননি এডওয়ার্ডস। ২০১৩ সালে আইপিএলে ক্রিস গেইলের ১৭৫* রান এখন পর্যন্ত টি-টোয়েন্টির ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এডওয়ার্ডসের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৯৯।

১৬ ওভার শেষে দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ২১২। ২০ ওভার শেষে পুঁজি দাঁড়ায় ২ উইকেটে ৩০৪। ম্যাচে আলটোনা জয় পায় ১৮৬ রানে। ৩০৪ রান তাড়া করতে নেমে উইলিয়ামস ল্যান্ডিং গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন