বিএনপির সঙ্গে শিক্ষকদের বৈঠক, ভুখা মিছিল বিকেল ৩টায়

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২: ৫১
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ৪৪
ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শিক্ষক নেতারা বৈঠক করেছেন। রোববার দুপুর সোয় ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আমার দেশকে এতথ্য নিশ্চিত করেছেন। এ বৈঠকের কারণে ভুখামিছিল বিকাল ৩টায় হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

এদিকে সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ আজিজী বলেছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে এই প্রজ্ঞাপনকে গভীর ষড়যন্ত্রমূলক। ফলে দাবি আদায় না হওয়া নাগাদ আমরা আন্দোলন চালিয়ে যাবো। তবে নতুন প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে খালি থালা হাতে নিয়ে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

এদিকে রোববার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত