চোখ দান করে গেলেন সাবেক সেনাপ্রধান হারুন

জমির উদ্দিন, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৬: ৫০

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হারুন-অর-রশিদ সম্পর্কে তার ফুফাতো বোন ও চিকিৎসক ডা. নজিবুন নাহার বলেন, তিনি মানুষের জন্য তার চোখ দান করে গেছেন। তার দ্বারা কোনো অন্যায় হতেই পারে না। কারো সঙ্গে শত্রুতা করা, কাউকে আঘাত দেওয়া তো দূরের কথা ওনার মুখে কোনোদিন কারও নামে একটা কটু কথাও শুনিনি। এমন সজ্জন মানুষ আর হয় না।

বিজ্ঞাপন

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন চিকিৎসক ডা. নজিবুন নাহার।

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ডেসটিনি গ্রুপ সংশ্লিষ্ট ২০২৩ সালের এক মামলায় হাজিরা দিতে রোববার বিকেলে ঢাকায় নিজ বাসা থেকে চট্টগ্রাম আসেন। বিকেল পাঁচটায় কাজির দেউড়ির চট্টগ্রাম ক্লাবে গিয়ে উঠেছিলেন তিনি। আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল সোমবার সকাল ১১টায়। কিন্তু সেই হাজিরা আর দেওয়া হলো না।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, সকালে ক্লাব কর্তৃপক্ষ তাকে ফোনে পাচ্ছিল না। পরে সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে।

হারুন-অর-রশিদের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা পরিবার ও সর্বস্তরের মানুষের মাঝে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত