হাওরের মানুষদের সুখবর দিলেন পানিসম্পদ উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০২: ৪৯
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০২: ৫৫
মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে 'হাওরের সংকট ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি

হাওরের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা যায় কিনা এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

উপদেষ্টা মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে 'হাওরের সংকট ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে হাওরে ভাসমান হাসপাতালের মাধ্যমে মানুষকে চিকিৎসা সেবা দেয়া যায়।

বিশেষ করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা হাওরে ভাসমান হাসপাতাল করার চিন্তা করছি বলেও উল্লেখ করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত