চাঁদাবাজীর মামলায় আত্মসমর্পণের পর দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুল হক দুররানীর আইনজীবী, ঢাকা বারের সভাপতি খোরশেদ মিয়া আলম। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১২ নভেম্বর রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার শামসুল হক দুররানীকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেন। এরপর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, জামালপুরের মেলান্দহ থানাধীন উপজেলা বীজ অফিসের এক কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকার একটি কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে এ কাজের সাইটে অজ্ঞাত কিছু লোক কাজে ব্যাঘাত করার চেষ্টা করছে। গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে একটি অজানা নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপে কল করে অজ্ঞাত এক ব্যক্তি সন্ধ্যা ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ডে এসে দেখা করতে বলেন। তিনি জানান, জামালপুরের সাইটের কাজে যে ঝামেলা চলছে, তা সমাধান করে দেবেন।
রাজিবুল ইসলাম ৭টার দিকে ঢাকা থেকে সাভার বাসস্ট্যান্ডে যান। সেখানে তাদের দেখা হয়। সাইটের কাজ সঠিকভাবে করতে ২০ লাখ টাকা চান শামসুল হক দুররানী। টাকা না দিলে কাজ করতে পারবে না বলে তিনি হুমকি দেন। এই ঘটনার ভিত্তিতে ঠিকাদার রাজিবুল ইসলাম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এসআর

