গোপালগঞ্জের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৪: ৫৮
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৫: ০১

গোপালগঞ্জের হামলার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেখানে কারফিউ জারি করেছে সরকার। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাত ৮টা থেকে কারফিউ চলছে যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত