কর্মশালায় পিএসসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি।
তিনি রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘কনসালটেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।
কর্মশালায় উপস্থাপিত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান।
কর্মশালায় জানানো হয়, পিএসসি কর্তৃক সিভিল সার্ভিসে নিয়োগের জন্য একটি সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নের কাঠামো বিদ্যমান রয়েছে। বিসিএসের সিলেবাস নিয়ে গবেষণা চলছে। ওই গবেষণার ফলাফলে দেখা গেছে সিলেবাসের কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অংশ অস্পষ্ট এবং কিছু অংশ অতি দীর্ঘ। যা প্রার্থীদের প্রস্তুতির জন্য সঠিক নির্দেশনা প্রদান করে না। তাই সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশের লক্ষ্যে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য রেখে জাতীয় কারিকুলামের সঙ্গে সমন্বয় করে মানসম্মত একটি সিলেবাস প্রণয়ন করা হবে।
কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা সিলেবাসটিকে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, আধুনিক, স্বচ্ছ ও প্রাসঙ্গিক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। আলোচনায় বলা হয়, এমন একটি সিলেবাস প্রণয়ন করা হবে যা বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের সুপারিশের জন্য উপযোগী হবে এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ধাপে ধাপে সিলেবাস পরিবর্তন করা হবে এবং যৌক্তিক সময় হাতে রেখে প্রার্থীদের জানানো হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বিসিএসের সিলেবাস ছাড়াও প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নপত্রের সঙ্গে মার্ক বিভাজনের সমন্বয়ের বিষয়ও আলোচনা হয়। কর্মশালায় পিএসসির সদস্য, ইউএনডিপির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি।
তিনি রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘কনসালটেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।
কর্মশালায় উপস্থাপিত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান।
কর্মশালায় জানানো হয়, পিএসসি কর্তৃক সিভিল সার্ভিসে নিয়োগের জন্য একটি সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নের কাঠামো বিদ্যমান রয়েছে। বিসিএসের সিলেবাস নিয়ে গবেষণা চলছে। ওই গবেষণার ফলাফলে দেখা গেছে সিলেবাসের কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অংশ অস্পষ্ট এবং কিছু অংশ অতি দীর্ঘ। যা প্রার্থীদের প্রস্তুতির জন্য সঠিক নির্দেশনা প্রদান করে না। তাই সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশের লক্ষ্যে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য রেখে জাতীয় কারিকুলামের সঙ্গে সমন্বয় করে মানসম্মত একটি সিলেবাস প্রণয়ন করা হবে।
কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা সিলেবাসটিকে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, আধুনিক, স্বচ্ছ ও প্রাসঙ্গিক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। আলোচনায় বলা হয়, এমন একটি সিলেবাস প্রণয়ন করা হবে যা বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের সুপারিশের জন্য উপযোগী হবে এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ধাপে ধাপে সিলেবাস পরিবর্তন করা হবে এবং যৌক্তিক সময় হাতে রেখে প্রার্থীদের জানানো হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বিসিএসের সিলেবাস ছাড়াও প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নপত্রের সঙ্গে মার্ক বিভাজনের সমন্বয়ের বিষয়ও আলোচনা হয়। কর্মশালায় পিএসসির সদস্য, ইউএনডিপির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ রোববার (১৬ নভেম্বর) জোন ৪/২ এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। গুলশান ও বাড্ডা এলাকায় আবাসিক প্লটে অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা হয় এবং একাধিক অবৈধ দোকান ও রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়।
২২ মিনিট আগে
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য করণীয় সব কিছুই করছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, একটি ভালো নির্বাচন করা ছাড়া আমাদের কাছে আর কোন বিকল্প নেই।
২ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।
২ ঘণ্টা আগে
কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের জন্য ট্রেনের লাগেজ ভ্যান কেনার ক্ষেত্রে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা ‘ক্ষতি’ করার অভিযোগে রেলের সাবেক মহাপরিচালকসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান রোববার সংস্থার ঢাকা জেলা কার্যালয়-১ এ মা
২ ঘণ্টা আগে