আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কর্মশালায় পিএসসি চেয়ারম্যান

বিসিএসের সিলেবাস, প্রশ্ন কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি

স্টাফ রিপোর্টার

বিসিএসের সিলেবাস, প্রশ্ন কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি।

তিনি রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘কনসালটেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।

বিজ্ঞাপন

কর্মশালায় উপস্থাপিত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান।

কর্মশালায় জানানো হয়, পিএসসি কর্তৃক সিভিল সার্ভিসে নিয়োগের জন্য একটি সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নের কাঠামো বিদ্যমান রয়েছে। বিসিএসের সিলেবাস নিয়ে গবেষণা চলছে। ওই গবেষণার ফলাফলে দেখা গেছে সিলেবাসের কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অংশ অস্পষ্ট এবং কিছু অংশ অতি দীর্ঘ। যা প্রার্থীদের প্রস্তুতির জন্য সঠিক নির্দেশনা প্রদান করে না। তাই সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশের লক্ষ্যে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য রেখে জাতীয় কারিকুলামের সঙ্গে সমন্বয় করে মানসম্মত একটি সিলেবাস প্রণয়ন করা হবে।

কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা সিলেবাসটিকে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, আধুনিক, স্বচ্ছ ও প্রাসঙ্গিক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। আলোচনায় বলা হয়, এমন একটি সিলেবাস প্রণয়ন করা হবে যা বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের সুপারিশের জন্য উপযোগী হবে এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ধাপে ধাপে সিলেবাস পরিবর্তন করা হবে এবং যৌক্তিক সময় হাতে রেখে প্রার্থীদের জানানো হবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বিসিএসের সিলেবাস ছাড়াও প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নপত্রের সঙ্গে মার্ক বিভাজনের সমন্বয়ের বিষয়ও আলোচনা হয়। কর্মশালায় পিএসসির সদস্য, ইউএনডিপির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন