আইন উপদেষ্টা আসিফ নজরুল

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

বরিশাল অফিস
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৫: ০০
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৬: ২১

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধতা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবেও এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আরো বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ মুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিলো।

এ সময় পাহাড়ের বর্তমান পরিস্থিতি এবং প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ সম্পর্ক বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থ্যা নেয়া হবে। সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তুলে নেবার বিষয়ে যা কিছু বলেছেন তা থিউরিটিক্যাল। তবে, আগামী নির্বাচনের আগে তো নয়ই অদূর ভবিষ্যতেও হবার সম্ভাবনা নেই ।

আইন উপদেষ্টা আরো বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারি অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারিত করেছেন তা ঠিকই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।

তিনি উল্লেখ করেন, এবারের দুর্গা পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বলতে চাই এদেশে সবার সমান অধিকার। এক্ষত্রে ব্যতয় ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

এর আগে দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছেন। পরে তিনি নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও কুশল বিনিময় করেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত